দেরি হলেও পরীক্ষায় অংশ নিতে পারবে জেএসজি-জেডিসি পরীক্ষার্থীরা
দেরি হলেও পরীক্ষা কেন্দ্র প্রবেশ করতে পারবে জেএসজি এ জেডিসি পরীক্ষার্থীরা।
বুধবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষকরা যাতে প্রশ্ন ফাঁস না করতে পারে এজন্য পরীক্ষার্থীদের আধা ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।
এবার জেএসসি জেডিসি মিলে প্রায় ২৫ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে এর মধ্যে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা প্রায় পৌণে ২ লাখ বেশি।
আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষা। এ পরীক্ষায় এবার জেএসসিতে অংশ নিচ্ছে ২০,৯০,২৭৭ জন পরীক্ষার্থী। আর জেডিসিতে ৩,৭৮, ৫৪৩ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ১১, ৪৪, ৭৭৮ জন আর ছাত্রী সংখ্যা ১৩,২৪,০৪২ জন।
সংবাদ সম্মেলনে, এ পরিসংখ্যান উপস্থাপনের পাশাপাশি পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে ঢোকার যে নির্দেশনা দেয়া হয়েছে তার কারণ ব্যাখ্যা করেন মন্ত্রী।
শিক্ষামন্ত্রণালয় মনে করেন গুটি কয়েক অসাধু শিক্ষকের মাধ্যমে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটছে। তাই শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করার পরে প্রশ্নপত্রের প্যাকেট খোলার নির্দেশনা দেয়া হয়েছে।
কোনো বিশেষ কারণে কেউ আধা ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না পারলেও তাকে পরীক্ষায় অংশ নিতে দেয়া হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
এ বছর থেকে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্মমুখী শিক্ষা এবং চারু ও কারুকলা এ ৩টি বিষয়ে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না।